ফসলি জমির মাটি কর্তন

হাটহাজারীতে ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় পরিচালিত অভিযানে জমির টপ সয়েল কাটার দায়ে মেসার্স গাউছিয়া অটো ব্রিক নামে এক ইট ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উল্লাহ জানান, ফসলি জমির টপ সয়েল কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার খবরে চারিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা মেলায় স্থানীয় মেসার্স গাউছিয়া অটো ব্রিককে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে মোড়ে মোড়ে কিশোর গ্যাংয়ের আড্ডা
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের জন্য ভাসানচর নিরাপদ : গবেষণা