দুই ডোজের আগে পুরোপুরি নিরাপদ নন কেউ

করোনার টিকা

| রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের টিকা নেয়ার কারণে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষায় পজিটিভ হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। কারণ এই টিকা নেয়ার পরও কারও কারও কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হচ্ছে।
সেই ভুল ভাঙতে এক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনার টিকা নেয়ার কারণে কারও করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বা পজিটিভ শনাক্ত হওয়ার সুযোগ নেই। কিন্তু করোনার দুটি ডোজ শেষ হওয়ার পরও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে আর দুই সপ্তাহ সময় লাগে। সেই পর্যন্ত সতর্ক না থাকলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। খবর বিবিসি বাংলার।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমে ব্যবহৃত কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণের ন্যূনতম ২ সপ্তাহ পর থেকে সর্বোচ্চ প্রতিরোধ সক্ষমতা তৈরি হয়। তাই এই সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চললে কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যাবে। এই কারণে ভ্যাকসিন গ্রহণের পূর্বে ও পরেও মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল দুপুর পর্যন্ত দেশে ৩৫ লাখ ৮৪ হাজার ১৬৯ জন করোনার টিকা নিয়েছেন। টিকা নেয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন ৪৮ লাখ ৯৩ হাজার ৪৫৪ জন। বাংলাদেশে অঙফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড টিকা দেয়া হচ্ছে, যা উৎপাদন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট।
এদিকে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা গতকাল বেড়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ১৩ শতাংশ। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, স্বাস্থ্যবিধি না মানা ও মানুষের অবহেলার কারণে গরমকালে সংক্রমণ বাড়তে পারে।

পূর্ববর্তী নিবন্ধঅনুপ্রেরণাদায়ী শীর্ষ নারী নেতার তালিকায় শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধচাপে চার লাখ গ্রাহক