রাঙামাটিতে আগুনে ২০ ঘর পুড়ে ছাই

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৬ মার্চ, ২০২১ at ৬:২১ অপরাহ্ণ

রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় আকস্মিক আগুনে ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার (৬ মার্চ) দুপুর দেড়টার সময় আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আগুনে কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে ক্ষতিগ্রস্থরা। এদিকে, ঘটনাস্থল থেকে দ্রুতগতিতে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় আলম ডক ইয়ার্ড এলাকাসহ আশেপাশের এলাকাগুলোর বাসিন্দাদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে আগুনের খবর পেয়ে রাঙামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদাচ্ছের রহমান সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বেলা তিনটা পর্যন্ত সর্বশেষ খবরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তীব্র বাতাসের কারণে একসময় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়লেও পরবর্তীতে রাঙামাটি জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ও সাধারণ জনগণের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সময় প্রায় ২০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থলে রাঙামাটি জেলা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী দল ও একটি অ্যাম্বুলেন্স জরুরি চিকিৎসা সেবার জন্য প্রস্তুত ছিল। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের দুই পাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রতন কুমার নাথ বলেন, “আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে।”
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কাঁঠালতলী মসজিদ এলাকায় প্রায় ২০টি ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং আনুমানিক ৮০-৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৫ বছর বয়সী এক যুবক আগুনের তাপে অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, “আগুনে ক্ষতিগ্রস্থদের চাল, ঢেউটিন ও নগদ অর্থসহ সার্বিক সহোগিতা করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধদেশে আরও ১০ মৃত্যু
পরবর্তী নিবন্ধবাসায় ডেকে গৃহকর্মীকে ধর্ষণ, চকবাজারে যুবক গ্রেফতার