বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে আগামী ১৪ মার্চ হতে ঢাকা মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে মহিলা হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চট্টগ্রাম মহিলা হকি দল গঠন করার লক্ষ্যে খেলোয়াড় বাছাই কার্যক্রম গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম এম.এ আজিজ স্টেয়িামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলোয়াড় বাছাই কার্যক্রম ও প্রশিক্ষণ উদ্বোধন করেন বাংলাদেশ হকি ফেডারেশন এর ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস হকি কমিটির সম্পাদক মো: লুৎফুল করিম সোহেল, সাবেক কৃতি হকি খেলোয়াড় মো: ফারুক ও হকি কোচ মহসিনুল হক চৌধুরী।