স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কর্মসূচি গ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের এক সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খান, নবী হোসেন সালাউদ্দিন। সভায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস, ১৭ মার্চ জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর জন্মদিন পালন, ২৪ মার্চ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গণহত্যা দিবস উপলক্ষে গণ সমাবেশ ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন এবং স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।