লোহাগাড়ার পদুয়ায় সুপারি পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে নুরুল আলম (৪৩) নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় ইউনিয়নের আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আলম ওই এলাকার মৃত আবদুর রশিদের পুত্র ও ৪ সন্তানের জনক। স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নুরুল আলম কিছুদিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। আছরের নামাজ পড়ে সুপারি পাড়তে ছাদে উঠেছিলেন তিনি। সেখানে অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে যান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।