মুরাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আজাদী অনলাইন | শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৫:৪৮ অপরাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরে নির্মাণাধীন ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভেকু মেশিনের একজন হেলপার মৃত্যুবরণ করেছেন। তার নাম হাবিবুর রহমান জয় (১৬) বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) দিনগত রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়। বাংলানিউজ
নিহত হাবিবের বাড়ি নগরীর টাইগারপাস এলাকার আমবাগানে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছে এমন খবরে ভোরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধটানা তিন দিন দৈনিক শনাক্ত রোগী ছয়শয়ের উপরে
পরবর্তী নিবন্ধমানুষের এমন কাজ করা উচিত যাতে সবাই স্মরণ করে