বাঁশখালীতে সেলাই মেশিন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা পরিষদের অর্থায়নে দুস্থ ও কর্মহীন মহিলাদের মাঝে সেলাই মেশিন, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সামগ্রী ও উপজেলার ইউনিয়ন কমিটি ক্লিনিকে নেবুলেজার ও গ্লোকো মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ কার্যালয়ে এসব সামগ্রী তুলে দেয়া হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, কৃষি কর্মকর্তা আবু ছালেক। এ সময় ডা. শুভাশীষ ত্রিপাটি, শাহাদত হোসেন তানজু, মনজুর আলম, মোহাম্মদ সবুর, নুরুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী বলেন, ২৬ জন মহিলাকে ২৬টি সেলাই মেশিন, ৭৫ জনকে কৃষি সামগ্রী, ৭০টি কমিউনিটি ক্লিনিকে নেবুলেজার ও গ্লোকো মেশিন বিতরণ করা হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর মান উন্নয়নে সরকার দুস্থ মহিলাদের সেলাই মেশিন, চিকিৎসা সেবার জন্য নেবুলেজার ও গ্লোকো মেশিন এবং কৃষকদের জন্য কৃষি সামগ্রী বিতরণ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধজেন্ডার জনিত সহিংসতায় সেবা প্রদানে চিকিৎসকদের আন্তরিক হতে হবে
পরবর্তী নিবন্ধসম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পরিচিতি সভা