চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সভায় কাল ৬ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান। বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, নজরুল ইসলাম তালুকদার, সম্পাদক মন্ডলীর সদস্য মো আলী শাহ, প্রদীপ চক্রবত্তী, ইঞ্জিনিয়ার মেজবা উল আলম লাভলু, নাজিম উদ্দিন তালুকদার, ডা মো. সেলিম, ব্যারিস্টার প্রিয়াংকা আহসান, আ স ম ইয়াছিন মাহমুদ প্রমুখ।
এদিকে কর্মসূচির মধ্যে রয়েছে ৬ মার্চ সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। ৭ মার্চ ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার এবং আলোকচিত্র প্রদর্শনী। এছাড়া ১৬, ১৭, ২৫ ও ২৬ মার্চও বিভিন্ন কর্মসূচি রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












