পিএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, আয়োজক কমিটি, ফ্র্যাঞ্চাইজি মালিক ও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি শুরু হয় পিএসএলের ষষ্ঠ আসর। এরপর থেকে টুর্নামেন্টের সঙ্গে যুক্ত ৪ জনের শরীরে শনাক্ত হয় কোভিড-১৯। বৃহস্পতিবার সকালে জানা যায়, আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। এরপরই দ্রুত সিদ্ধান্ত নেয় পিসিবি। আক্রান্ত সাত জনের ৬ জনই ক্রিকেটার। পিসিবি জানিয়েছে, সমপ্রতি আক্রান্ত তিন জন আলাদা দুই দলের।