নগরীর সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে অ্যানিমেটেড থ্রিডি সিনেমা ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’। অ্যানিমেশন ছবির দুনিয়ায় অনন্য এক নাম ওয়াল্ট ডিজনি পিকচার্স। আর তাদের সহযোগী প্রতিষ্ঠান পিঙার অ্যানিমেশন স্টুডিওতো রীতিমত অ্যানিমেশন ছবির সাম্রাজ্যের রাজা বনে আছে। ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’ সিনেমার ভিজুয়ালসমৃদ্ধ ট্রেলার মুগ্ধ করছে দর্শকদের।
সিলভার স্ক্রিনে আরো থাকছে চয়নিকা চৌধুরী পরিচালিত সিয়াম-পরীমনির ‘বিশ্বসুন্দরী’। সিলভার স্ক্রিন সিনেপ্লেঙ নগরীর ষোলশহরের ফিনলে স্কয়ার শপিং মলের ৭ম তলায় অবস্থিত। টিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যের জন্য ০১৭০১-৪৪৯৯৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।