বিবিরহাটে যুবক গ্রেপ্তার

ছাত্রীকে শ্লীলতাহানি, ৯৯৯ এ ফোন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৫:৫১ পূর্বাহ্ণ

নগরীর বিবিরহাটে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করে শহীদুল ইসলাম নামের (৪৫) এক যুবক। ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা পুলিশের হটলাইন ৯৯৯ এ ফোন করে সহযোগিতা চাইলে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার সকালে বিবিরহাট এশিয়ান ফ্যান ফ্যাক্টরির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শহীদুল বরগুনা জেলার আমতলীর হলদিয়া গ্রামের মৃত খঞ্জন মোল্লার ছেলে। সে চান্দগাঁও থানাধীন গোলাপের দোকান এলাকায় ভাড়া বাসায় থাকে। পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, বিবিরহাট রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী স্কুল থেকে বাসায় ফেরার পথে শহীদুল শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন ৯৯৯-এ ফোন করে পাঁচলাইশ থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শহীদুলকে আটক করে। পরে ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধসাধনপুরে স্মার্ট কার্ড বিতরণ
পরবর্তী নিবন্ধজেলা প্রশাসকের সাথে গাউসিয়া কমিটির সাক্ষাৎ