আড়ষ্ট হয়ে যাই;পরাজয়ের গ্লানিগুলো
সেঁটে থাকে চেহারার শ্যামল দেয়ালে
ফুলের মতো সুখের তোড়া প্রিয় সবার
কে আছে সংসারে সমব্যথী দুঃখের ভাগিদার?
মনে করো থাকি বহুদূর- দখিন মেরুয়
আমার অনুপস্থিতির উত্তর খুঁজে নিও
শীতের শিরশিরে সন্ন্যাসী হাওয়ায়-
বসন্ত এমন ক্ষণায়ু, দৃষ্টির পলকেই ফুরায়
দহনের দিনরাত্রি তুলে দীর্ঘদির্ঘতর অসহ্য ঢেউ
দুঃখের প্রবাসকাল ফুরালে পুলকের ফলাহার
নিয়ে আসবো, যদি অপেক্ষায় থাকে কেউ