সকলের সেবক হতে চাই : মেয়র

চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিনিধি দলের সাক্ষাৎ

| বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সকল শ্রেণি-পেশার প্রতিনিধিদের যৌক্তিক পরামর্শ মতামত নিয়ে আমি নগরবাসীর সেবা দিতে আন্তরিক প্রত্যয়ী। এই নগরী আমার একার নয়, সকলের। আমি সকলের সেবক হতে চাই। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা একান্ত কাম্য। আমি তাদের পাশে আছি এবং থাকবো। তারা পাশে থাকার প্রত্যয় ও প্রতিশ্রুতির অঙ্গীকার প্রদানে পরম স্বস্তিবোধ করছি। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল চসিকের টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে মেয়রের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে বক্তব্য দেন, চৌধুরী ফরিদ। এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, প্রচার সম্পাদক আলিউর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, সদস্য আব্দুল কাদের মঞ্জু, শহিদুল্লাহ শাহরিয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাসিম বানু চারুকলা শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন
পরবর্তী নিবন্ধপঞ্চম দফায় ভাসানচরের পথে আরও ১৭৫৯ জন রোহিঙ্গা