মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

রামুর আলোচিত নিজের মেয়েকে ধর্ষণের মামলায় শামসুল আলম (৪৫) বৈদ্য নামের এক পিতাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে জরিমানা আনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। গতকাল বুধবার দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর জনাকীর্ণ আদালতে বিচারক জেবুন্নাহার আয়েশা এ রায় প্রদান করেন। দণ্ডিত আসামি শামসুল আলম রামুর রশিদ নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধলিরছরা মুরাপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে। রায় ঘোষণাকালে আসামি শামসুল আলম কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপিএডভোকেট সৈয়দ রেজাউর রহমান রেজা ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোস্তাক আহমদ চৌধুরী। পিপি এডভোকেট সৈয়দ রেজাউর রহমান রেজা জানান, নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে ২০১৮ সালের ৬ জুলাই শামসুল আলমের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করেন স্ত্রী রাজিয়া বেগম (৩৮)। যার নারী ও শিশু নির্যাতন মামলা নং ১৮৫/১৯। পরে মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ মে আসামি শামসুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘সবচেয়ে রক্তাক্ত দিন’ মিয়ানমারে
পরবর্তী নিবন্ধমির্জা ফখরুল অহরহ মিথ্যা বলেন : হাছান মাহমুদ