শিকলবাহায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

কর্র্ণফুলী উপজেলার শিকলবাহায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারের মাঝে পারিবারিক ব্যবহার্য জিনিসপত্র তুলে দিলেন শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। গত মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে নিত্যব্যবহার্য জিনিসপত্র বিতরণকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আ.লীগ নেতা জাফর আহমদ মিয়া সর্দার, মির আহমদ, মো. সেলিম, ঈসমাইল, মাওলানা ইউনুচ অহিদি, জসিম মেম্বার, মো. ইকবাল, আলমগীর হোসেন, পিংকু, আরিফ, আজম প্রমুখ। এসময় ইউএনও শাহিনা সুলতানা বলেন, যেকোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। আজকে অসহায় অগ্নিদূর্গত মানুষের পাশে যেভাবে সহযোগিতার হাত বাড়ানো হয়েছে আগামীতেও এভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার দুই আসামি ৫ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধআহ্বায়ক পরিষদ গঠিত