চান্দগাঁওস্থ বারীয়া দরবারে ঈদে মিলাদুন্নবী (দ.) ও শাহজী (র.) বার্ষিক ওরশ মাহফিল গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন, বারীয়া দরবারের সাজ্জাদানশীন শাহ্ ছুফি সৈয়্যদ বদরুদ্দোজা বারী (ম.জি.আ.)। মাহফিলে খ্যাতনামা ওলামায়ে কেরাম, দরবারের ভক্ত-মুরীদানগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে হযরত সৈয়্যদ বদরুদ্দেজা বারী বলেন, নবীর (দ.) প্রেম, সততা ও ন্যায়পরায়ণতা প্রকৃত মুসলমানের আদর্শ। যা আল্লাহর নৈকট্য অর্জনের প্রকৃত উপায়। বক্তারা বলেন, সাম্য, মৈত্রী, শান্তি, ক্ষমা, ঔদার্য, ন্যায়নীতি ও মানবপ্রেমের অগ্রদূত মহানবী (দ.) এর পবিত্র জীবনচরিত মাবতার ইতিহাসে তুলনাহীন এক দৃষ্টান্ত। আজকের সমাজে বিদ্যমান হিংসা-বিদ্বেষ, সন্ত্রাস, দুর্নীতি, শোষণ, বঞ্চনা, বৈষম্য ও বিভ্রান্তি থেকে মুক্তির জন্য রাসুল (দ.) জীবনাদর্শ অনুশীলন অপরিহার্য, এবং আমাদেরকে সেদিকেই নজর দিতে হবে। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি,বৈশ্বিক মহামারী করোনা থেকে মুক্তি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে আখেরী মুনাজত পরিচালনা করেন, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী (ম.জি.আ.)। প্রেস বিজ্ঞপ্তি।












