ভ্যাট কাস্টমস এন্ড এক্সাইজ চট্টগ্রাম অঞ্চলের উপ-কমিশনার তরুণ লেখক আহসান তরুণের গল্পগ্রন্থ ভাবনাখেয়া’র মোড়ক উন্মোচন হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদের একটি অভিজাত রেস্টুরেন্টে বইটির মোড়ক উন্মোচিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কমিশনার কথা সাহিত্যিক বাদল সৈয়দ, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, যুগ্ম কমিশনার কবি মো. মুশফিকুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম মনিরুল হাসান, ড. ওবায়দুল করিম প্রমুখ। অনুষ্ঠানে নিজের প্রথম বইয়ের মোড়ক উন্মোচন নিয়ে বক্তব্য রাখেন লেখক আহসান তরুণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিজের লেখা বই নিজের সন্তানের মতোই। তাই প্রথম বই প্রকাশের অনুভূতি অন্য ধরণের। প্রথম প্রকাশিত বই হলেও ভাবনাখেয়া বইটিতে সমাজের নানান দিক ফোটে উঠেছে। তারপরেও একজন লেখককে লেখক হওয়ার আগে অনেক অনেক পড়তে হয়। কারণ শুধু বই প্রকাশ বড় নয়, পাঠককে নিজের লেখার মধ্যে ধরে রাখতে পারলেই সফল লেখক হওয়া যাবে। কোন বই কখন আলোচিত হবে, সেটা চিন্তা করেই লেখকরা লিখেন না। তাই লেখার চর্চা চালিয়ে যাওয়ার প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা। প্রসঙ্গত, ভাবনাখেয়া বইটি রকমারি ডট কম এবং অনেস্ট-এ পাওয়া যাবে। বইটির মূল্য ধরা হয়েছে ১৭৫ টাকা। বইটি প্রকাশ করেছে আফসার ব্রাদার্স। প্রচ্ছদ করেছেন রহমান আজাদ। বিজ্ঞপ্তি