নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মোজাক্কির হত্যাসহ সারা দেশে সাংবাদিকের ওপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে মৌন মিছিল ও মানববন্ধন করেছে বান্দরবান পার্বত্য জেলার কর্মরত সাংবাদিকরা। গতকাল বুধবার বান্দরবান প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে একই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা আইনের শিকার হচ্ছে বেশি। সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাদের হুমকি দেয়া হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মিনারুল হক, মংসানু মার্মা, আলাউদ্দিন শাহারিয়ার, বুদ্ধজ্যোতি চাকমা, কৌশিক দাশ, রাহুল বড়ুয়া ছোটনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।