রামুর বৌদ্ধ বিহার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

রামু প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহার পরিদর্শন করে অভিভূত বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার। গতকাল বুধবার দুপুরে রামুর ঐতিহ্যবাহী বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে ভূবন শান্তি একশো ফুট দীর্ঘ বুদ্ধ মূর্তি দেখতে যান। বেলা একটার দিকে মার্কিন রাষ্ট্রদূত ভাবনা কেন্দ্রে পৌঁছালে তাকে ফুলেল অভ্যর্থনা জানান, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক করুণাশ্রী থের ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া। এ সময় তিনি বিহারের চার পাশ ঘুরে ঘুরে দেখেন। বিহারে সৌন্দর্য দেখে অভিভূত বলে জানান। বিহারে পৌঁছেই ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি পরিদর্শন করেন।
পরে রাষ্ট্রদূত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তির প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ করুনাশ্রী মহাথেরর সাথে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে অন্যদের মধ্যে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসি ল্যান্ড সরোয়ার আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমিরুজজামান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী, চকরিয়া ও মহেশখালী পৌরসভা নির্বাচন ১১ এপ্রিল
পরবর্তী নিবন্ধ১৭৭ সড়কের তালিকা প্রস্তুত