৩ লাখ ছাড়াল চট্টগ্রামে করোনা টিকাগ্রহীতার সংখ্যা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনার টিকা গ্রহীতার সংখ্যা ৩ লাখ ছাড়াল। গতকাল বুধবার পর্যন্ত মহানগর ও উপজেলা মিলিয়ে মোট ৩ লাখ ৩ হাজার ৮০৫ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। যা টিকা গ্রহণে আগ্রহী মোট নিবন্ধনকারীর ৭৩ ভাগ প্রায়। অপরদিকে গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রামের মোট ৪ লাখ ১৬ হাজার ৮১৫ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
চসিকের স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী- মহানগরসহ চট্টগ্রাম জেলায় গতকাল একদিনে মোট ১১ হাজার ৭৮৮ জন টিকা গ্রহণ করেছেন। টিকাগ্রহীতাদের মধ্যে মহানগরের ১১টি কেন্দ্রে মোট ৭ হাজার ৮৩৪ জন টিকা নিয়েছেন বলে জানিয়েছেন চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী। আর ১৪ উপজেলায় ৩ হাজার ৯৫৪ জন টিকা নিয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে, মহানগরসহ জেলায় গতকাল পর্যন্ত মোট টিকাগ্রহীতাদের মধ্যে ১ লাখ ৮২ হাজার ৯৯৯ জন পুরুষ ও ১ লাখ ২০ হাজার ৮০৬ জন মহিলা। আর মোট টিকাগ্রহীতার মধ্যে মহানগরে ১ লাখ ৫৭ হাজার ৪০৬ জন এবং উপজেলা পর্যায়ে ১ লাখ ৪৬ হাজার ৩৯৯ জন টিকা নিয়েছেন। টিকাদানের ক্ষেত্রেও অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম অনেক এগিয়ে রয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
২৪ ঘণ্টায় নিবন্ধন সাড়ে ৮ হাজার : চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী- চট্টগ্রামে টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা এরই মধ্যে ৪ লাখ ছাড়িয়েছে। গতকাল বুধবার দুপুর পর্যন্ত মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট ৪ লাখ ১৬ হাজার ৮১৫ জন অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন। আর শেষ ২৪ ঘণ্টায় নিবন্ধন করেছেন ৮ হাজার ৪৯৭ জন।
হিসেবে চট্টগ্রামে মোট নিবন্ধনধারীর প্রায় ৭৩ ভাগ এরই মধ্যে টিকা নিয়েছেন। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন, চট্টগ্রামে মোট নিবন্ধনধারীদের মধ্যে মহানগরে টিকা নিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৬ হাজার ৯৪৫ জন। আর উপজেলা পর্যায়ে ১ লাখ ৮৯ হাজার ৮৭০ জন নিবন্ধন করেছেন।
উল্ল্লেখ্য, সারাদেশের পাশাপাশি চট্টগ্রামেও ৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান শুরু হয়েছে। প্রথম দিন মহানগর ও উপজেলা মিলিয়ে মোট ১ হাজার ৯০ জনকে টিকা দেয়া হয় চট্টগ্রামে। ২য় দিন দেয়া হয় ২ হাজার ৬৭৮ জনকে। ৩য় দিন একদিনে টিকাগ্রহীতার সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায়। হিসেবে প্রথম ৩ দিনে চট্টগ্রামের প্রায় ১০ হাজার (৯ হাজার ৮২৭ জন) মানুষ করোনার টিকা নেন। ৪র্থ দিন একদিনেই নেন ১০ হাজার। এরপর থেকে গড়ে দৈনিক প্রায় ২০ হাজার মানুষ নেন। তবে বেশ কয়দিন ধরে দৈনিক টিকাগ্রহীতার সংখ্যা কমে ১০-১৫ হাজারের মধ্যে নেমেছে।

পূর্ববর্তী নিবন্ধসেই বন্দির জামিন
পরবর্তী নিবন্ধবেতন না দিয়ে মালিক উধাও সড়কে শ্রমিকদের বিক্ষোভ