চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচন চলাকালীন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের ভোটকেন্দ্রে সংঘর্ষ ও ইভিএম মেশিন ভাঙচুরের মামলায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন বালির (৫০) জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বলেন, ইসমাইল বালির পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। যদিও আমরা জামিনের বিষয়ে আপত্তি জানিয়েছি। কিন্তু আদালত আমাদের আপত্তি আমলে নেননি।
গত ২৭ জানুয়ারি রাতে পাথরঘাটা বালিকা স্কুল ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. শাহজাহান বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ইসমাইল হোসেন বালিসহ ২৪-২৫ জনকে আসামি করা হয়।