পটিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা দুস্থ মহিলা কল্যাণ কেন্দ্রের প্রশিক্ষক বাসন্তী দত্ত (৭৯) গত ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২ পুত্রবধূ, নাতি-নাতনীসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, পৌর মেয়র মো. আইয়ুব বাবুল, কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ কান্তি সেন প্রমুখ শোক জানিয়েছেন। উল্লেখ্য বাসন্তী দত্ত আওয়ামী লীগ নেতা দীপক কুমার দত্তের মাতা। প্রেস বিজ্ঞপ্তি।