উত্তর কাট্টলী জ্বালাকুমারী মায়ের মন্দিরের ২৫ বছর পূর্তি উপলক্ষে দুইদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ধর্মীয় আলোচনা সভা, মহানাম সংকীর্ত্তণ ও সত্যনারায়ন পূজা। ধর্মীয় সভায় প্রধান অতিথি ছিলেন কৈবল্যধামের মোহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য্য। অতিথি হিসাবে ছিলেন উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। এছাড়া উপস্থিত ছিলেন অজয় মিত্র শংকু, সমীরণ বিশ্বাস, তপন বিশ্বাস, পংকজ বিশ্বাস, স্বপন দে, বাদল দত্ত, শিবু কর্মকার, বাবুল শীল, কৃষ্ণপদ দত্ত, টিসু চৌধুরী, মাইকেল দাশ, প্রণব শীল, উজ্জল বিশ্বাস, সাগর শীল, জুয়েল চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।