করোনাভাইরাসের অতি সংক্রামক রূপগুলির বিস্তারের কারণে যুক্তরাষ্ট্রে ‘সংক্রমণের সম্ভাব্য চতুর্থ ঢেউ শুরু’ হতে পারে বলে সতর্ক করেছেন একজন শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ। এই রূপগুলি ছড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্রের টিকা কর্মসূচির অগ্রগতিও হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন দেশটির সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধান ডা. রোশেল ওয়ালেনস্কি। সামপ্রতিক কোভিড-১৯ এর উপাত্ত দেখে তিনি উদ্বিগ্নবোধ করছেন বলে জানিয়েছেন। তিনি জানান, গত সপ্তাহে একদিনে প্রায় ৭০ হাজার নতুন সংক্রমণ নথিবদ্ধ করা হয়েছে যা ‘অনেক বড় সংখ্যা’। প্রায় একই সময় একদিনে প্রায় দুই হাজারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।