পিঠের ইনজুরির কারণে প্রায় তিন মাস ধরে মাঠের বাইরে রয়েছেন নিউজিল্যান্ডের গতিতারকা লকি ফার্গুসন। যে কারণে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই প্রত্যাবর্তন করবেন ২৯ বছর বয়সী এ জাঁদরেল পেসার। গতবছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা ২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন ফার্গুসন। সেই সিরিজ শেষেই জানিয়েছিলেন পিঠের সমস্যার কথা। সেই ব্যথার কারণেই ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। এবার চলতি মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবেন ফার্গুসন। আগামী ২০ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলা। এরপর রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডেতে না হলেও, কুড়ি ওভারের সিরিজে ফার্গুসনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। ওয়েলিংটনে তিনি সংবাদমাধ্যমে বলেছেন, ‘সে (ফার্গুসন) এখন ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দেবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে।’ নিউজিল্যান্ডের যে সাত খেলোয়াড় আসন্ন আইপিএলে যাবেন তাদের একজন ফার্গুসন।