ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পথসভা

| বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১১:৩৬ পূর্বাহ্ণ

নগরীর নিউ মার্কেট এলাকায় গতকাল মঙ্গলবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার উদ্যোগে এক পথ সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার, ডিজিটাল আইন বাতিল, সকল গ্রেপ্তারকৃতদের মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে অনুষ্ঠিত এই পথ সভা সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগরের সংগঠক ধ্রুব ভট্টাচার্য। বক্তব্য রাখেন সংগঠক পুষ্পিতা নাথ, নগর সদস্য রিপা মজুমদার ও ভারপ্রাপ্ত সভাপতি দীপা মজুমদার।
নেতৃবৃন্দ ঢাকা সহ সারাদেশে আন্দোলন সংগ্রামের উপর দমন নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে বলেন, দমন করে জেলে দিয়ে ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখা যাবেনা। ছাত্র জনতা রাজপথের আন্দোলনের মধ্যে দিয়ে এই নিপীড়নের জবাব দেবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর কাথরিয়ায় ৮১ পরিবারে চাল বিতরণ
পরবর্তী নিবন্ধদক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আ. লীগের সভা