গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্তে জেলা প্রশাসনের তদন্ত কমিটি আরও পাঁচ দিন সময় পেয়েছে। তদন্ত কমিটিকে দেওয়া প্রথম দফার দুইদিন সময় গত সোমবার শেষ হয়। গাজীপুরের ডিসি তরিকুল ইসলাম জানান, নির্ধারিত সময়ে সোমবার তদন্ত শেষ না হওয়ায় তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে কমিটিকে আরও পাঁচ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন, গাজীপুর জেলা প্রশাসনের এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াসিউজ্জামান চৌধুরী এবং উম্মে হাবিবা ফারজানা। খবর বিডিনিউজের।
ডিসি আরও বলেন, আমরা যতটুকু জেনেছি বৃহস্পতিবার সন্ধ্যায় মুশতাক আহমেদ বাথরুমে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুশতাক আহমেদের মৃত্যুর আগে তার চিকিৎসায় কারো কোনো অবহেলা আছে কিনা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ এ কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তার মৃত্যুতে অন্য কোনো কারণ আছে কিনা তা তার ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর বিশেষজ্ঞরা জানাবেন।