কালীপুরের পাহাড়ি এলাকায় হাতি

দেখতে স্থানীয়দের ভিড়

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বাঁশখালীর কালীপুরের পাহাড়ি এলাকায় একসাথে তিনটি হাতি ঘুরতে দেখে সাধারণ জনগণ ভয় পেয়ে গেলেও পাহাড়ের কাছে পুকুরে নেমে পানি পান ও গোসল করে আবারো পাহাড়ে ফিরে গেছে তারা। গতকাল মঙ্গলবার বিকালে কালীপুরের পাহাড়ি এলাকায় রফিক সাহেবের পাহাড় ও পুকুর এলাকায় এ তিনটি হাতির দেখা মেলে। এরমধ্যে দুটি বড় হাতি ও একটি ছোট হাতি।
খবর পেয়ে স্থানীয় জনসাধারণের পাশাপাশি উক্ত পাহাড়ি এলাকা দেখতে যান বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিনসহ বেশ কয়েকজন। তারা কাছ থেকে হাতি তিনটি দেখেন এবং ছবি ধারণ করেন। পরে লোকজনের আনাগোনা বেড়ে গেলে হাতি তিনটি পাহাড়ের অভ্যন্তরে চলে যায়।
এ ব্যাপারে জলদী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, চুনতি অভয়ারণ্যে বেশ কয়েকটি হাতি রয়েছে যারা প্রায় সময় দলবেঁধে ঘুরে বেড়ায়। তাদের চলাচলে বিঘ্ন হলে লোকালয়ে হামলা করে। তাই তাদের নিরাপাদে চলাফেরার সুযোগ দিলে সবার জন্য ভাল হয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে বিজিবি-ইয়াবা কারবারি গোলাগুলি
পরবর্তী নিবন্ধজেলা প্রশাসনের তদন্তে আরও ৫ দিন