বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী কর্মসূচি সফল করতে এক প্রস্তুতিসভা গতকাল সোমবার সকাল ১১টায় রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, পৌরসভার নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, হাইওয়ে থানার ইনচার্জ মো. কামরুল হাসান প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, জাতির জনকের জন্মশত বার্ষিকীর সকল কর্মসূচি পালিত হবে এই প্রজন্মের ছাত্র-যুবকদের মুজিব আদর্শে উজ্জ্বীত করার লক্ষ্যে। এই কর্মসূচি হবে জননেত্রী শেখ হাসিনার সূচিত উন্নয়ন বিপ্লবের পক্ষে সর্বস্তরের জনসাধারণকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের সব ষড়যন্ত্র রুখে দেয়ার সংকল্পে। রাউজানে আয়োজিত এই কর্মসূচি হবে দেশের মধ্যে জেলা উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য ও সাড়া জাগানো।
তিনি বলেন, আগামী ৬ মার্চ ছাত্র-যুবকসহ কয়েক হাজার মানুষের অংশগ্রহণে ১০ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হবে। উপজেলার প্রবেশ দ্বার ছত্তারঘাট হালদা সেতু থেকে শুরু হয়ে শেষ হবে জলিল নগর বাস স্টেশন গিয়ে। অংশগ্রহণকারীদের মধ্যে উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ছাড়াও অংশগ্রহণকারী দুই হাজার যুবক-যুবতীর গয়ে থাকবে লাল-সবুজ রঙের শাড়ি ও টিসার্ট।