চিটাগাং ক্লাব লিমিটেডের সকার বিভাগ আয়োজিত সদস্যদের সন্তানদের এক প্রীতি ফুটবল ম্যাচে ভাইস চেয়ারম্যান টিমকে ৩-০ গোলে হারিয়ে চেয়ারম্যান টিম জয়লাভ করেছে। এই খেলায় হ্যাট্রিক অর্জন করেন তানজিল আহমেদ রুহুল্লাহ। চিটাগাং ক্লাবের সকার মাঠে গত ২৭ ফ্রেব্রুয়ারী সন্ধ্যায় অনুষ্ঠিত অপর এক মেম্বার ইভেন্টের খেলা ড্র হয়। সকার বিভাগের মেম্বার ইনচার্জ এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকির সার্বিক তত্ত্বাবধানে চিটাগাং ক্লাব চেয়ারম্যান নাদের খান, ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু একং কমিটি মেম্বারবৃন্দের মধ্যে জাবেদ হাশেম নান্নু, ইমতিয়াজ হাবিব রনি, সৈয়দ আহসানুল হক শামীম, রুমানা হায়াত, মাহবুবুল কবির খান, আলী আহসান সেলিম, আজিজুল হাকীম, মঞ্জুরুল আলম পারভেজ এবং সকার কনভেনার আশীষ ভদ্র সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি ক্লাব সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।