ফটিকছড়ির পাটিয়ালছড়ি আদর্শ ক্লাব আয়োজিত আন্তঃ হারুয়ালছড়ি টেপ টেনিস টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৬ ফেব্রুয়ারি পাটিয়ালছড়ি আবুল হোসেন চৌধুরী বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় স্বাগতিক দল পাটিয়ালছড়ি যুব কল্যাণ সংঘ চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় নয়াহাট লায়ন্স ক্লাব। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী। উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোহাম্মদ জানে আলম। অতিথি ছিলেন হারুয়ালছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার সিকদার ভুট্টো, ইউনিয়ন আওয়ামী লীগের জানে আলম, আহসানুল ইকবাল মনজু, সমাজসেবক মোহাম্মদ শামসুল আলম চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ মোহাম্মদ নুরুল রাব্বি, জ্যোতি ফোরামের সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমন, সহ-সভাপতি জয়নাল আবেদীন তাওরাত, দপ্তর সম্পাদক ইঞ্জিঃ মুহাম্মদ ইব্রাহীম প্রমুখ।