নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটারদের উপর থেকে ক্রমশ দূর হচ্ছে প্রতিবন্ধকতা। প্রথম তিনদিন পর হোটেলের বাইরে ৩০ মিনিট হাটার সুযোগ পেয়েছিল টাইগাররা। পাঁচদিন পর লন্ড্রিতে কাপড় ধোলাই এবং ইস্ত্রি করাতে দেওয়ার সযোগ পেয়েছিল। এবার আরো একটি সুযোগ মিলছে। আর তা হচ্ছে গ্রুপ হয়ে অনুশীলন করতে পারা। তার আগে আজ ষষ্ঠ দিনে তৃতীয় দফা করোনা টেস্ট করানো হবে ক্রিকেটারদের। সবকিছু ঠিক থাকলে সপ্তম দিন অর্থাৎ আগামীকাল বুধবার থেকে ৫ জন করে ভাগ হয়ে জিম আর অষ্টম দিন থেকে সমান ভাগে বিভক্ত হয়ে খোলা আকাশের নিচে গ্রুপ অনুশীলনের সুযোগ মিলবে। তবে একদম মুক্ত বিহঙ্গ হতে আরো সময় লাগবে। চতুর্থ দফা করোনা টেস্টে সবাই নেগেটিভ হলে আগামী ১০ মার্চ থেকে একদম মুক্তভাবে চলাফেরা করতে পারবে টাইগাররা। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ মার্চ জাতীয় দলের বহর ক্রাইস্টচার্চ থেকে চলে যাবে কুইন্সটাউনে।
কুইন্সটাউনেই চলবে পরের ধাপের অনুশীলন। সেখানে সপ্তাহ খানেক অনুশীলনের পর গন্তব্য ডুনেডিন। সে শহরেই আগামী ২০ মার্চ স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে টাইগাদের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিসিবি সূত্রে জানা গেছে দলের সবাই সুস্থ আছে। থাকা কিংবা খাওয়ায় কোন অসুবিধা নেই। তবে কোয়ারেন্টাইন প্রটোকলে সবাই এখনও হোটেল রুমে বন্দী। সবকিছু ঠিক মত চললে আগামী ১০ মার্চ একদম ফ্রি হয়ে যাবে। মূলত ১০ মার্চ থেকে ক্রিকেটারদের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে। ১৪ দিনের কঠিন পরিস্থিতি কাটিয়ে নতুনভাবে যেন সফর শুরু করবে বাংলাদেশ দল। লক্ষ্য নিউজিল্যান্ডের মাটিতে ভাল কিছু করা। যদিও নিউজিল্যান্ডের মাটিতে এখনো কোন ম্যাচে জয় পায়নি। ক্রিকেটের তিন ফরমেটের একটিতেও জিততে পারেনি টাইগাররা।