ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক জয় চৌধুরী ও চিত্রনায়িকা আঁচল আঁখি। দুজনই চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বাঁধতে যাচ্ছেন তারা। ‘এক পশলা বৃষ্টি’ শিরোনামের সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এ সিনেমা। তাদের সঙ্গে আরো অভিনয় করছেন চিত্রনায়ক কায়েস আরজু। জাফর আল মামুন পরিচালিত এ সিনেমার শুটিং রাজধানীর উত্তরায় এরই মধ্যে শুরু হয়েছে। জয় চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘এক পশলা বৃষ্টি’ সিনেমার গল্প অসাধারণ। আমি এর গল্প পড়ে মুগ্ধ হয়েছি। আঁচলের সঙ্গে প্রথমবার কাজ করছি। সিনেমাটির দৃশ্যধারণ বেশ ভালো হচ্ছে। আশা করছি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।সমপ্রতি শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল একশত সিনেমা নির্মাণের ঘোষণা দেন। প্রথম ধাপে দশটি সিনেমা নির্মাণের কাজ শুরু হয়েছে। দশটির অংশ হিসেবে নির্মিত হচ্ছে ‘এক পশলা বৃষ্টি’।