উত্তর সাতকানিয়ায় বিএনপির মতবিনিময় সভা

| মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম রাহী বলেছেন, সংগঠনকে তৃনমূল পর্যায়ে সুসংগঠিত করতে হলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করতে হবে। একজন আদর্শবান নেতা হতে হলে তার দেখানো পথই আমাদেরকে অনুসরণ করতে হবে। সরকার হিংসাপরায়ন হয়ে স্বাধীনতা অর্জনে প্রদত্ত বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয়ভাবে পাওয়া বীরউত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্র শুরু করেছে।যদিও এই খেতাব বাতিল করার সাংবিধানিক ও আইনগত কোন সুযোগ নেই সরকারের। স্বাধীনতার ৫০ বছরে এসে জিয়াউর রহমানের খেতাব বাতিলের ষড়যন্ত্র সরকারের নগ্ন রাজনীতির বহিঃপ্রকাশ। তিনি অবিলম্বে জিয়ার খেতাব বাতিলের ষড়যন্ত্র বন্ধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও গৃহবন্দী থেকে নি:শর্ত মুক্তির দাবি জানান।
তিনি উত্তর সাতকানিয়া কেঁওচিয়াস্থ একটি কমিউনিটি সেন্টারে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ফৌজুল কবির রুবেলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জামাল হোসেন, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাসানচরের রোহিঙ্গারা ভালো আছেন
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের সভা