ভাসানচরের রোহিঙ্গারা ভালো আছেন

মেয়রকে অবহিত করলেন নৌ এরিয়া কমান্ডার

| মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে গতকাল সোমবার দুপুরে তাঁর টাইগারপাসস্থ দপ্তরে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের নৌ বাহিনীর এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক। নৌ এরিয়া কমান্ডার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন ও সেবামূলক কাজে প্রাতিষ্ঠানিকভাবে তাদের কোন সহায়তার প্রয়োজন হলে তা করার ইচ্ছা পোষণ করলে মেয়র এতে সম্মতি প্রকাশ করেন।
রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন
কর্তৃপক্ষের পাশাপাশি খাল-নালাগুলো পরিস্কারে কোন পদক্ষেপ নেয়া হবে কিনা তা জানার আগ্রহ প্রকাশ করলে মেয়র শীঘ্রই ময়লা আবর্জনা ভরে যাওয়া খাল পরিস্কারের কাজ শুরু করা হবে বলে জানান। আলাপকালে এরিয়া কমান্ডার মেয়রের সাথে কক্সবাজার থেকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে তাদের সম্পৃক্ততা ও কর্মকাণ্ডের অভিজ্ঞতা বিনিময় করেন। তখন মেয়র বর্তমানে ভাসানচরে স্থানান্তর হওয়া রোহিঙ্গাদের কি অবস্থায় আছে তা এরিয়া কমান্ডারের কাছে জনাতে চান। এরিয়া কমান্ডার ভাসানচরে রোহিঙ্গারা বেশ ভাল পরিবেশে স্বাস্থ্য সম্মত পরিবেশে বসবাস করছেন বলে মেয়রকে অবহিত করেন। সে সময় নৌ এরিয়া কমান্ডার নব নির্বাচিত মেয়রকে নৌ ভ্রমণের আমন্ত্রণ জানান। বৈঠককালে কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম গুজরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবারে আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধউত্তর সাতকানিয়ায় বিএনপির মতবিনিময় সভা