নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালায় স্বামীর সাথে অভিমান করে রোজিনা আক্তার (২১) নামে এক নারী আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। রোজিনার ১৫ মাস বয়সী একটি শিশুকন্যা রয়েছে।
স্থানীয়রা জানান, তিন বছর আগে ইউনিয়নের ঘোনার পাড়ার সোলতান আহমদের ছেলে মো. জসিম উদ্দিনের (২৫) সাথে একই উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামের ইউছুফ আলীর মেয়ে রোজিনার বিয়ে হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রোজিনার মা শাহেনা আক্তার জানান, দুপুর ২টায় ভাসুরের মেয়ের মাধ্যমে রোজিনার মৃত্যুর বিষয়টি তিনি জানতে পারেন।
স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ বলেন, দুপুরে রোজিনার স্বামী জসিম উদ্দিন আমাকে মোবাইল ফোনে তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়েছে বলে জানান। বিষয়টি আমি চেয়ারম্যানকে জানাই।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন বলেন, গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।