ভারী বসনে যায় না কেনা ভূষণের মূল্যমান, ভূষিত হওয়ার পিছে থাকে শত কর্মের অবদান। লোক দেখানো কর্মতৎপরতা আর গতিহীন কর্মযোগ, দুই এর সংমিশ্রণে মিশে থাকে মৌলিকত্ব হীনতাবোধ। কিছু জ্ঞান সৃষ্টির মানসে কিছু জ্ঞান আত্মপ্রকাশে, কিছু জ্ঞানের বিস্তারণ ঘটে বিশেষিত কর্মের বহিঃপ্রকাশে। প্রকৃত জ্ঞানের আলোকে হোক সারা পৃথিবী উদ্বেলিত, মানুষ ও মনুষ্যত্ব একি অবিচলে হোক সর্ব সমাদৃত।