সিএমপির আট ডিসির দফতর পরিবর্তন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (ডিসি) পদের ৮ কর্মকর্তার দফতর পরিবর্তন হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীর এ রদবদলের আদেশ দেন বলে জানিয়েছেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ। তিনি আজাদীকে বলেন, ‘নিয়মিত বদলির অংশ হিসেবে এ রদবদল করা হয়েছে। কমিশনার স্যার বদলির আদেশে স্বাক্ষর করেছেন।’ সিএমপি সূত্র জানায়, নগর বিশেষ শাখায় দায়িত্ব পালন করে আসা উপ-কমিশনার আব্দুল ওয়ারিশকে পশ্চিম বিভাগের অপরাধ বিভাগের উপ-কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার মনজুর মোরশেদকে নগর বিশেষ শাখায় বদলি করা হয়েছে।
চার বছর সাতমাস ধরে পশ্চিম জোনের অপরাধ বিভাগের দায়িত্বে থাকা ফারুক উল হককে গোয়েন্দা পুলিশের পশ্চিম জোনে মনজুর মোরশেদের স্থলাভিষিক্ত করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশের বন্দর জোনের অতিরিক্ত দায়িত্ব।
পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম-বন্দর) উপ-কমিশনার শাকিলা সোলতানাকে ট্রাফিক বিভাগের বন্দর জোনে বদলি করে সেখানে দায়িত্বে থাকা তারেক আহমেদকে দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগের পশ্চিম জোনের দায়িত্ব।
ট্রাফিক বিভাগ পশ্চিম জোনের উপ-কমিশনার জয়নুল আবেদীনকে উপ-কমিশনার (ক্রাইম) এবং একই পদে থাকা এনএম নাসিরউদ্দিনকে ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনে বদলি করা হয়েছে।
ট্রাফিক বিভাগ দক্ষিণ জোনের উপ-কমিশনারের দায়িত্বে থাকা মো. শহীদুল্লাহ সম্প্রতি পটুয়াখালীর পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন। এছাড়া সিএমপিতে উপ-কমিশনার হিসেবে যোগদান করা জসীম উদ্দিনকে পিওএম উত্তর বিভাগে বদলি করা হয়েছে। তিনি পিওএম-বন্দর বিভাগের অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ছয় দিনে দুই আ. লীগ নেতা খুন
পরবর্তী নিবন্ধঋণ দেয়ার নামে গ্রাহকের ৩০ লাখ টাকা নিয়ে উধাও