আমবাগান এলাকায় গয়না ছড়া খালের ব্রিজ উদ্বোধন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ মার্চ, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

৬০ কোটিরও বেশি টাকা ব্যয়ে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে শহরের আমবাগান এলাকার গয়না ছড়া খালের উপর নির্মিত ব্রিজ গতকাল রোববার উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের তত্ত্বাবধানে ব্রিজটি নির্মিত হয়েছে। ব্রিজের পাশাপাশি গয়না ছড়া খালের রিটেইনিং ওয়ালও নির্মাণ করা হয়েছে। তৈরি করা হয়েছে ড্রেনও। ব্রিজটি চালু হওয়ায় জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি যান চলাচলের ক্ষেত্রেও গতিশীলতা তৈরি হবে। এই সময় ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মুহাম্মদ সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ শহরের জলাবদ্ধতা নিরসনসহ সিডিএর বিভিন্ন প্রকল্পের প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চট্টগ্রামের জনগণকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। তিনি ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড সদস্যদেরও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সিডিএর চিফ ইঞ্জিনিয়ার কাজী হাসান বিন শামস, প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ শাহীনুল ইসলাম খান, প্রকল্প পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ শাহ আলী, সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী, সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, ঠিকাদারি প্রতিষ্ঠান সিপিডিএল-এর কর্মকর্তাসহ সিডিএ এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমাতৃভাষা দিবস ইছামতি মরিয়ম উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধসাইডার স্কুলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্নার’ স্থাপন