বর্তমান সরকারের আমলে পটিয়ায় উন্নয়ন দৃশ্যমান

দক্ষিণ ভূর্ষিতে দুইটি সড়ক উদ্বোধনে সামশুল হক এমপি

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:৫৫ অপরাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে পটিয়ায় ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। বর্তমানে পটিয়ায় পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। তাছাড়া হাজার কোটি টাকা ব্যয়ে কালিগঞ্জ সেতু থেকে আশিয়া, বরলিয়া, জঙ্গলখাইন, ভাটিখাইন, পৌরসভা, হাবিলাসদ্বীপ, শিকলবাহা ইউনিয়ন হয়ে কর্ণফুলী সেতু পর্যন্ত বেড়িবাধঁসহ বন্যানিয়ন্ত্রণ প্রতিরোধে স্লুইচ গেট নির্মাণ করা হচ্ছে। সমপ্রতি একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে আরো ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হবে। আমার ক্ষমতার বাকী ৩ বছরের মধ্যে পটিয়ায় কোন কাঁচা রাস্তা থাকবে না। গতকাল শনিবার বিকেলে পটিয়া দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া হাজী আহমদ মিয়া সড়ক (১ কোটি ৩১ হাজার) ব্যয়ে আরসিসি দ্বারা নির্মিত সড়ক ও খানমোহনা থেকে ভট্টচার্য্য হাট পর্যন্ত ১ কোটি ৩০ হাজার ব্যয়ে কাপেটিং সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও দক্ষিণ ভূষি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকম সামশুজ্জমান চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক এমএ এজাজা চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা দেবব্রত দাশ, বিজন চক্রবর্তী, হুইপের সহকারি সচিব হাবিবুল হক চৌধুরী, দক্ষিণ ভূষি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিহির চক্রবর্তী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আহমদ নুর সাগর, কামাল উদ্দিন ভুলু ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে পার্বত্যাঞ্চল
পরবর্তী নিবন্ধচকরিয়ায় আ.লীগের জনসভা আজ