কোরআন-হাদীসের শিক্ষা ইহকাল পরকালের মুক্তির একমাত্র পথ

খতমে বুখারী অনুষ্ঠানে আল্লামা যওক নদভী

| রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:৫০ অপরাহ্ণ

উপমহাদেশের অন্যতম স্বনামধন্য আরবী সাহিত্যিক চট্টগ্রাম জামিয়া দারুল মা’রিফের প্রতিষ্ঠাতা পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী বলেছেন, পবিত্র কুরআন ও হাদীদের শিক্ষা সমগ্র মানব জাতির ইহ ও পরকালের একমাত্র মুক্তির পথ প্রদর্শক এবং মুক্তির দিশা। এ শিক্ষা নিজে অর্জন করে তদনুযায়ী আমলপূর্বক সমগ্র মানব জাতিকে উদ্বুদ্ধ করতে হবে।
গতকাল শনিবার দুপুরে লিংকরোড ঝিলংজা দক্ষিণ মুহুরীপাড়া ইমাম মুসলিম (রা.) ইসলামিক সেন্টারের দাওরায়ে হাদীসের (১ম ব্যাচ) সমাপনী সবক (খতমে বুখারী) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইমাম মুসলিম (রা.) ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা সালাহুল ইসলাম। প্রতিষ্ঠানটিতে দাওরায়ে হাদীস খোলার পর প্রথম ব্যাচে ভর্তি হওয়া ২১ শিক্ষার্থী, জেলার বিভিন্ন মাদ্রাসার পরিচালকবৃন্দ, মুহাদ্দেসগণ, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অসুস্থ ও বার্ধক্যজনিত দুর্বলতা সত্ত্বেও মাদরাসায় পদার্পণ করে খতমে বুখারী অনুষ্ঠান সফল এবং সার্থকভাবে সম্পন্ন করায় ইমাম মুসলিম (রা.) ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সালাহুল ইসলাম মহান আল্লাহু তা’য়ালার শুকরিয়া ও সর্বমহল বিশেষ করে শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ নেতা মনির আহমদ স্মরণসভা
পরবর্তী নিবন্ধস্বাধীনতা মাস উদযাপন পরিষদের কর্মসূচি