চট্টগ্রাম দক্ষিণ জেলা বাকশালের সাবেক সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম মনির আহমদের স্মরণ সভা গতকাল ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় সাতকানিয়া থানার চরখাগরিয়া গ্রামে সুলতান মাস্টার বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মনির আহমদ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম. এ সালাম।
মো: ইয়াকুবের উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মো: ইউনুছ খোকন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহম্মদ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, সাতকানিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী প্রমুখ। সভায় এলাকার কয়েকজন নিবেদিত ও পরিচ্ছন্ন রাজনৈতিক ও সমাজকর্মীকে মরণোত্তর সম্মাননা জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন নাছির উদ্দিন মিন্টু, মো: সেলিম হাসান, শহীদুল কাওসার, রাশেদ আজগর চৌধুরী সুজা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মো: ইউছুফ।
বক্তারা বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবদুল মান্নানের নেতৃত্বে গঠিত সংগ্রাম পরিষদের একজন একনিষ্ঠ ত্যাগী কর্মী ছিলেন মনির আহমদ। তাঁর কার্যকর ভূমিকার জন্য চরখাগরিয়া গ্রামে মুক্তিযুদ্ধবিরোধী চক্র সংগঠিত হতে পারেনি।
সভায় ‘মনির আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের’ তত্ত্বাবধানে প্রকাশিত মননশীল ধারাবাহিক ‘আলোর দিশারি’র উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। পরে তাঁর স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।