ইউএসটিসির ১৭৫তম সিন্ডিকেট সভা

| রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)র ১৭৫তম সিন্ডিকেট সভা গতকাল শনিবার র্ভাচুয়াল প্লাটফর্মে ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ইউএসটিসি সিন্ডিকেটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্যের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় নির্ধারিত আলোচ্যসূচি নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে ১৭৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা হয়। ইউএসটিসির ২০২১ সালের ১ম ও ২য় একাডেমিক কাউন্সিল, ডিসিপ্লিনারি কমিটি, ফিন্যান্স কমিটি, ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট কমিটি এবং রিক্রুটমেন্ট কমিটির কার্যবিধিসহ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অনুমোদন দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়ন কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে হবে
পরবর্তী নিবন্ধলায়ন সদস্যদের পথ শিশুদের পাশে থেকে কাজ করতে হবে