কেয়ার গোল্ড মেডেল বৃত্তি প্রদান অনুষ্ঠান

| রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া) গোল্ড মেডেল বৃত্তি প্রদান অনুষ্ঠান সংগঠনের সভাপতি ছৈয়দ হাফেজ আহমেদের সভাপতিত্বে গত ২৪ ফেব্রুয়াারি অনুষ্ঠিত হয়। মো. নজরুল ইসলাম খান ও মো. রফিকুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ড কাউন্সিলর এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন কেয়ার সাবেক চেয়ারম্যান অধ্যাপক খুরশিদ আলম, কেয়ার সাবেক চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক মঈনুদ্দিন কাদের লাভলু, সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ শেখ এ. রাজ্জাক রাজু, আদর্শ শিক্ষক ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস.এম দিদারুল আলম। বক্তব্য রাখেন মো. এনায়েত হোসেন, এম এ রহমান, সাজ্জাদুল করিম খান, জাকির হোসেনের বাসার, মো. মিরাজ, মো. শাহিদুল ইসলাম, মো. খবির উদ্দিন, মো. আব্দুর রহিম, আব্দুল্লাহ আল- মামুন, মো. আল-আমিন শেখ, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ ইয়াসিন, মো. হাফিজুর রহমান, এম এম রহমান, আমিনুল ইসলাম, মো. ইব্রাহিম ফরাজী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইডিইউ গবেষণায় গুরুত্ব দিচ্ছে : ড. কায়কোবাদ
পরবর্তী নিবন্ধদামপাড়ায় পুলিশ লাইনের নারী ব্যারাকে আগুন