আর্থিকভাবে অসচ্ছল কলেজ পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের বই কিনে দিলেন রাউজান পৌরসভার নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ। গত বৃহস্পতিবার তিনি ১০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বলেন যারা বই এর জন্য পড়ালেখায় পিছয়ে যাচ্ছে তাদের জন্য এই সহায়তা দেয়া অব্যাহত থাকবে। তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগি হওয়ার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, আবু সালেক, সাবের হোসেন, তানভীর চৌধুরী, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, হিমেল মুবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।