মহান ভাষা দিবস উপলক্ষে হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে আতুরার ডিপো এলাকায় বিদ্যাপীঠ কোচিং সেন্টারে শিশু- কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক। বিশেষ অতিথি ছিলেন ৭ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভানেত্রী সোনিয়া আজাদ।
সংগঠনের সভাপতি ইমতিয়াত ইকরাম মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন এমইএস কলেজ ছাত্রলীগ নেতা ইউসুফ আলী বিপ্লব, নুরুল আবছার রাফি, মো. নওশাদ, সাগর দাশ প্রমুখ। উপস্থিত ছিলেন সাইফুর রহমান নির্ঝর, আবু বকর সিদ্দিক মুন্না, মাইন উদ্দীন ইমন, রবিউল হোসেন জামসেদ ও মুসফিক আহম্মেদ। প্রেস বিজ্ঞপ্তি।