চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, দেশের আবহমান কালের জনপ্রিয় খেলাগুলো গ্রাম বাংলায় আবার জনপ্রিয় করে যুব সমাজকে ভয়াবহ মাদকের ছোবল সহ বিপথগামী হতে ফিরিয়ে আনতে হবে। সে লক্ষ্যে মুজিববর্ষ উপলক্ষে গ্রামীন খেলাধুলা নিয়ে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ৩ থেকে প্রয়োজনে ৫ দিনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি আজ এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে বাংলাদেশ কান্ট্রি গেমস এসোসিয়েশনের দু’দিন ব্যাপী চট্টগ্রাম বিভাগীয় কোচেস এবং জাজেস প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ কান্ট্রিগেমস এসোসিয়েশন চট্টগ্রামের আহবায়ক চৌধুরী ফরিদের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, যুগ্ম সম্পাদক মো: মনির হোসেন, যুগ্ম সম্পাদক তানভীর আহমদ, স্পন্সর প্রতিষ্ঠান ভেগাস ফার্নিসার গ্রুপের চেয়ারম্যান সাইফুদ্দিন চৌধুরী দুলাল ও মো: মশিউর রহমান চৌধুরী। সে সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস কার্যকরী কমিটির সদস্য মো: শাহাজান, দিদারুল আলম, কান্ট্রি গেমস এর চট্টগ্রাম জেলা কমিটির সদস্য মো: আমিনুল ইসলাম, মো: সাইফুল্লাহ মুনির, রেজিয়া বেগম ছবি, মনোয়ার জাহান বেগম, জাহেদুর রহমান সোহেল। দু’দিনের প্রশিক্ষণ কোর্সে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে ২ জন করে এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে মোট ৫০ জন কোচ ও জাজ অংশ নিয়েছেন। আজ শনিবার সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। প্রশিক্ষণ কোর্সে যেসব খেলাধুলা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে সেগুলো হলো, দলগতভাবে হা- ডু-ডু, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌচি, সাতচারা, কানামাছি ভোঁ- ভোঁ, এবং এককভাবে মোরগ লড়াই, দড়ি লাফানো, বলি খেলা, এক্কা দোক্কাসহ আরো অনেকগুলো ইভেন্ট।