পাঁচলাইশ থানা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালি করেছে নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পাঁচলাইশ থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রবর্তক মোড়ে এসে শেষ হয়। পাঁচলাইশ থানা ছাত্রলীগের সভাপতি মীর জিহান আলী খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি খোরশেদ আলী জনি, নাঈম বিন কাশেম, সোহরাব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সব্যসাচী নন্দী, মেহেদী হাসান ও প্রচার সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।