এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদককে বহিষ্কার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৩৩ পূর্বাহ্ণ

চটগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে কাজ না করাসহ বিভিন্ন অপরাধে নগরের এনায়েত বাজার ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ রাশেদকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল শুক্রবার বহিষ্কারাদেশ পত্রে যৌথ স্বাক্ষর করেন নগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
এতে বলা হয়, দীর্ঘদিন যাবত দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি, চসিক নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করাসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে গঠনতন্ত্রের-৫ (গ) দ্বারা মোতাবেক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হল।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ঐতিহ্যের ধারক ‘চিংড়ি ভাস্কর্য’ উদ্বোধন
পরবর্তী নিবন্ধএখন উদ্বোধনের অপেক্ষা